রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ৪ টি সংসদীয় আসন থেকে আওয়ামী লীগ, জাকের পার্টি ও স্বতন্ত্র সহ ৬ প্রার্থী প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন । দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের শেষদিন রোববার ।
কেন্দ্রীয় আওয়ামী লীগের সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় পার্টির আসন সমঝোতার অংশ হিসেবে কুড়িগ্রাম -১ আসন থেকে আওয়ামী লীগ প্রার্থী বর্তমান সংসদ সদস্য আসলাম হোসেন সওদাগর কুড়িগ্রাম -২ আসন থেকে আওয়ামী লীগ প্রার্থী সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো: জাফর আলীর মনোনয়ন প্রত্যাহার করা হয়েছে ।
এদিকে জাকের পার্টির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী কুড়িগ্রাম – দুই আসন থেকে মশিউর রহমান, কুড়িগ্রাম -৩ আসন থেকে সাহেব মিয়া কুড়িগ্রাম -৪ আসন থেকে মোঃ শাহালম জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসকের নিকট প্রার্থীতা প্রত্যাহারের আবেদন করেন। এছাড়াও কুড়িগ্রাম -৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আবু হানিফ প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন।
জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ সাইদুল আরীফ মনোনয়ন প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।
কুড়িগ্রাম এর ৪টি সংসদীয় আসনে ২৬ জন প্রার্থী আগামী ৭ই জানুয়ারীর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবেন ।