আজিজুর রহমান দুলাল (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার আলফাডাঙ্গা (সদর) বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ১০টি দোকান পুড়ে ভষ্মিভূত হয়েছে।
আজ মঙ্গলবার (২৩ জুন) বেলা ২টার সময় আলফাডাঙ্গা চৌরাস্তায় কলেজ রোড়ে গৌরঙ্গের মুদি আগুনের সূত্রপাত হয়েছে বলে অনেকে ধারনা করেন।বোয়ালমারী থেকে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ৪০ মিনিট পর ঘটনাস্থলে পৌঁছে ১ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতির পরিমাণ পরিমান এখনও জানা যায় নাই। করোনাভাইরাসের প্রার্দুভাবের কারণে সরকারি নির্দেশনা মোতাবেক মার্কেটের দোকানপাট ১টার পর বন্ধ ছিল।অনেকের ধারনা বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে এবং আগুন ভয়াবহ রূপ ধারণ করে ও আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে মূহুর্তেই বিভিন্ন পণ্যের ১০টি দোকান পুড়ে ভষ্মিভূত হয়।সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তরা হলঃপ্রদিপের সেলুন, সিরাজের চায়ে দোকান, গৌরঙ্গের মুদি দোকান, পলাশের (মোবাইল) বিকাশের দোকান , গৌতমের সলুনের দোকান , আরাফাতের কনফেকশনারী, আফসারের ফার্মাসির দোকান।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে বোয়ালমারীর ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়স্ত্রণে আনে। বোয়ালমারী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার বলেন, এখনই আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতি নির্ণয় করা সম্ভব হয়নি। তবে তদন্ত শেষে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুর রহমান এবং থানার ওসি রেজাউল করিম খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন।
তবে আগুন কি ভাবে লেগেছে তা এখনও জানা যায়নি।