![InShot_20231210_123921549](https://banglaexpressonline.com/wp-content/uploads/2023/12/InShot_20231210_123921549.jpg)
রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি: গতকাল অনুষ্ঠিতব্য প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রক্সি ও ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে জালিয়াতির অভিযোগে কুড়িগ্রামে ৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা হয়েছে। ওইদিন ৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুদুর রহমান।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, এবারে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়ােগ পরীক্ষায় কুড়িগ্রামে ৪৫টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ২৬ হাজার ৮০৫ জন। এর মধ্যে উপস্থিত ছিলেন ২০ হাজার ৭১ জন এবং পরীক্ষায় অনুপস্থিত ৬ হাজার ৭৩৪ জন।
কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, ৯ পরীক্ষার্থীর বিরুদ্ধে পাবলিক পরীক্ষা নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আগামীকাল শনিবার আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হবে।
কুড়িগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ নবেজ উদ্দিন সরকার বলেন,পরিক্ষায় ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে জালিয়াতির অভিযোগে ৯ পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। এছাড়া ৩ জন পরিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। #