সোলায়মান হাসান: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় আসন্ন ৭ ই জানুয়ারী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে, প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন রাজনৈতিক দলীয় প্রার্থীরা।
বর্তমানের ক্ষমতাসীন দলের আওয়ামীলীগের নৌকা মার্কায় মনোনয়ন প্রাপ্ত প্রার্থী আব্দুল আল কায়সার হাসনাত। দীর্ঘ দশ বছর পর সোনারগাঁয়ে আওয়ামী লীগের নৌকা মার্কায় মনোনয়ন পেয়েছেন তিনি।
নির্বাচনের মাঠ চষে বেড়াচ্ছেন দিনরাত, প্রতিটি ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের আসন্ন নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে নির্বাচন পরিচালনা কমিটি তৈরি করছেন।
বর্তমান সংসদ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা দীর্ঘ ১০ বছর মহাজোটের জাতীয় পার্টি হতে সোনারগাঁয়ে সংসদ সদস্য হিসেবে, বিগত দিনে দায়িত্ব পালন করেছেন। তৃতীয়বারের মতো আবারো সোনারগাঁ জাতীয় পার্টি হতে মনোনয়ন পেয়ে পুনরায় নির্বাচনে অংশগ্রহণ করছেন। ইতিমধ্যে সোনারগাঁয়ে সব ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের জাতীয় পার্টির সহ, অঙ্গসংগঠনের কমিটি ঘোষণা করেছেন । বর্তমানে সোনারগাঁ ১১ জন প্রার্থীর মনোনয়ন বৈধ। স্থানীয় জনসাধারণ মনে করছেন সোনারগাঁয়ে দুইজন প্রার্থীর মধ্য হাটাহাটি লড়াই হবে। ক্ষমতাশীনদল আওয়ামীলীগের নৌকার মার্কা মনোনয়ন প্রাপ্ত প্রার্থী আব্দুল্লাহ আল কায়সার হাসনাত ও জাতীয় পার্টির নাঙ্গল মার্কায় লিয়াকত হোসেন খোকা। বর্তমানে সোনারগাঁ উপজেলার সকল ইউনিয়নে বাজারের চা দোকানের আলোচনার মুখ্য বিষয় আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন। চা -দোকানে গুঞ্জন উঠেছে সোনারগাঁয়ে ১৫ই ডিসেম্বর পর, আওয়ামীলীগ হতে মনোনয়ন পাওয়া প্রার্থী আব্দুল আল-কায়সার হাসনাত মনোনয়ন প্রত্যাহার করাহতে পারে। জনসাধারণ আলোচনায়, পুনরায় ক্ষমতাসীন দল আওয়ামীলীগের সাথে জাতীয় পার্টির জোট হলে আবারো সোনারগাঁ হতে মহাজোট থেকে বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টির লিয়াকত হোসেন খোকা কে প্রার্থী হিসেবে মনোনীত করা হবে।