![InShot_20231209_164007816](https://banglaexpressonline.com/wp-content/uploads/2023/12/InShot_20231209_164007816.jpg)
রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি: উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে-দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ” এই স্লোগানকে ধারন করে কুড়িগ্রামের উলিপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ ও উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির আয়োজনে ও দুর্নীতি দমন কমিশন সমন্বিত কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহযোগিতায় উলিপুর অডিটরিয়াম হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি ফিরোজ আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখনে, উপজেলা নির্বাহী অফিসার আতাউর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, উপজেলা শিক্ষা কর্মকর্তা আমির হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা, মহিলা কলেজিয়েট বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র রায়, নুরে আলম সিদ্দিকী, ফরিদা ইয়াসমিন প্রমুখ।
আলোচনায় সভাটি সঞ্চালনা করেন উলিপুর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মিজানুর রহমান বিপ্লব।