মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে কূটনৈতিক শিষ্টাচার মেনে চলার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে তিনি এ আহ্বান জানান।
আসন্ন নির্বাচনে জাতিসংঘের পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে ওবায়দুল কাদের বলেন, বিভিন্ন দেশ ও সংস্থা নির্বাচনের জন্য পর্যবেক্ষক পাঠাচ্ছে। সেখানে জাতিসংঘ না পাঠালে চিন্তার কিছু নেই।
বিএনপির উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, তাদের (বিএনপি) বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া উচিত।
অপরদিকে রওশন এরশাদের নির্বাচনে অংশ না নেয়ার বিষয়ে তিনি জানান, জাতীয় পার্টি অংশ নিচ্ছে। সেখানে ব্যক্তি বিশেষের বয়কটে কিছু আসে যায় না।
Drop your comments: