জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম মাছুম গতকাল মঙ্গলবার বিবৃতিতে বলেছেন, আওয়ামী লীগ গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে। ক্ষমতার লিপ্সায় হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছে। স্বাধীন বিচারব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। প্রতিদিনই জামায়াত ও বিরোধী দলের নেতাকর্মীকে গ্রেপ্তার করছে। বাড়িতে নেতাকর্মীকে না পেলে বাবা-চাচা, ভাই-ভাতিজা এমনকি নারীদের পর্যন্ত ধরে নিয়ে যাওয়া হচ্ছে।
জামায়াত জানিয়েছে, গতকাল দুপুর ১টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য কামাল হোসেন, বগুড়া শহর শ্রমিক কল্যাণের সেক্রেটারি মাস্টার আনোয়ার হোসেনসহ ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ২৮ অক্টোবর থেকে এ পর্যন্ত ২ হাজার ৮০৭ নেতাকর্মী আটক হয়েছেন। নিহত হয়েছেন তিনজন। গুপ্ত হামলায় আহত হয়েছেন আরও ২২ জন।
জামায়াতের বিবৃতিতে বলা হয়েছে, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই। বিরোধী দলকে নির্বাচনের বাইরে রেখে খালি মাঠে গোল দেওয়ার ষড়যন্ত্র করছে সরকার।