তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা ও অবৈধ নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে ৭ম দফায় ডাকা ৪৮ ঘন্টার দেশব্যাপী সর্বাত্মক অবরোধের ২য় দিনে মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক (ভিপি) ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমানের নেতৃত্বে মৌলভীবাজার স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরীর তত্ত্বাবধানে মৌলভীবাজার জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের শান্তিপূর্ণ মিছিল ও সড়ক অবরোধ।
সোমবার (২৭ নবেম্বর) সকাল থেকে বিএনপিি’র নেতা কর্মীরা রাস্তা আটক করে এ অবৈধ ফ্যাশিস সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এর দাবিতে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করে নেতাকরমীরা এ দাবির জানান দেন।
Drop your comments: