তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার দেশের জেলা সদর হাসপাতালগুলোর মধ্যে দেশসেরা ১০টি হাসপাতালের তালিকার শীর্ষে রয়েছে মৌলভীবাজার ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের নাম প্রকাশিত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্যসেবা সূচকের নির্ধারিত মানদণ্ডে সারাদেশের জেলা সদর হাসপাতালগুলোর মধ্যে সেরা নির্বাচিত হয়েছে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতাল।
চলতি বছরের অক্টোবর মাসের অভিজ্ঞতাতার ভিত্তিতে সম্প্রতি প্রকাশিত তালিকা থেকে এ তথ্য জানা গেছে।
প্রকাশিত তালিকার দ্বিতীয়তে রয়েছে নোয়াখালী জেলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল। তৃতীয়স্থানে আছে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল।
স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণ (অক্টোবর ২০২৩) অনুযায়ী দেশের শীর্ষ সেরা ১০টি জেলা সদর হাসপাতালগুলোর হিসাব মতে- মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতাল স্কোর ৮৯ দশমিক ৪৪, নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল স্কোর ৮৭ দশমিক ৫১, কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল স্কোর ৮৬ দশমিক ১০, কক্সবাজার ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল স্কোর ৮৫ দশমিক ৭১, চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা আধুনিক সদর হাসপাতাল স্কোর ৮৫ দশমিক ৬৮, কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল স্কোর ৮৫ দশমিক ২১, যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল স্কোর ৮৪ দশমিক ৫৩, নীলফামারী ২৫০ শয্যা সদর হাসপাতাল স্কোর ৮৪ দশমিক ২৫, নরসিংদী জেলা হাসপাতাল, স্কোর ৮২ দশমিক ৭৭, নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল স্কোর ৮২ দশমিক ৬১।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের সুপার (ভারপ্রাপ্ত) ডা. বিনেন্দু ভৌমিক জানান, সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় সারাদেশের মধ্যে প্রথম হওয়া সম্ভব হয়েছে। হাসপাতালের সেবার মান ও পরিষ্কার পরিচ্ছন্নতাকে একটা নির্দিষ্ট মানে নিয়ে যেতে আমাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
এছাড়াও মাতৃসেবা, শিশু সেবা, প্রসবকালীন সেবা, রোগী ভর্তির হার, অপারেশন, অক্সিজেন সরবরাহ, ডায়াললোসি, সিটিস্ক্যান সেবা আমাদের অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, আপ্রাণ চেষ্টা ছিল আমাদের সকলের একটা নির্দিষ্ট মানে হাসপাতালকে নিয়ে যাওয়া। এর ফল আমরা সফল হতে পেয়েছি। আমাদের সেই চেষ্টা অব্যাহত রাখবো। তবে আপামর সকলের সহযোগিতা ও পরামর্শ আমরা সবসময় কামনা করি। সকলের সম্মিলিত প্রচেষ্টা পারে ভালো কিছু বয়ে আনতে।