সিলেটে ছাত্রলীগের এক কর্মীর ওপর হামলার ঘটনার পর থানায় লিখিত অভিযোগ দেয়ার ৩ ঘণ্টার মধ্যে তাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২০ নভেম্বর) রাতে নগরীর টিভি গেইট এলাকায় সিলেট সরকারি কলেজের ছাত্রলীগ কর্মী আরিফ আহমেদকে কুপিয়ে জখম করে দুর্বত্তরা।
গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মায়ের দাবি, জেলা ছাত্রলীগ সভাপতি নাজমুল হোসেনের অনুসারী ছিলো আরিফ। নাজুমলের সাথে বিরোধ ছিলো সাবেক সভাপতি ও সিটি কাউন্সিলর হিরণ মাহমুদ নিপু’র। এর জের ধরে ১৫ নভেম্বর আরিফের ওপর হামলা চালায় হিরণ মাহমুদের অনুসারীরা। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়ার কয়েক ঘণ্টার মাঝে আরিফকে কুপিয়ে হত্যা করা হয়।
এ ব্যাপারে সিলেট মহানগর উত্তর পুলিশ উপ-কমিশনার আজাবাহার আলী শেখ বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। জড়িত বাকিদের খুব শীঘ্রই আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।