রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে নিজের অনুসারী নেতাদের নিয়ে বঙ্গভবনে যাচ্ছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।
রোববার (১৯ নভেম্বর) দুপুর ১২টায় বঙ্গভবনে প্রবেশ করার কথা রয়েছে তার।
রওশন এরশাদ দ্বাদশ জাতীয় নির্বাচন ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করবেন বলে জানা গেছে। এ সময় তার সঙ্গে পাঁচজন নেতা থাকবেন বলে জানা গেছে।
প্রসঙ্গত, এর আগে গত মঙ্গলবার বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে আসেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
Drop your comments: