May 22, 2024, 4:49 pm
সর্বশেষ:
ইতালির ভিসা প্রক্রিয়া সহজ হচ্ছে বলে জানালেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী কলকাতায় মিললো ঝিনাইদহ-৪ আসনের এমপির মরদেহ সাতক্ষীরার ওসি বিশ্বজিৎ অধিকারীকে দায়িত্ব থেকে অব্যাহতি সাবেক সেনাপ্রধানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন কোনো মন্তব্য নেই প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করলো ইরান সাবেক সেনাপ্রধান ও তার পরিবারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা এভারেস্টের পর লোৎসা জয় করলেন বাবর আলী ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক আলফাডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচন: প্রতীক পেয়েই প্রচারণা শুরু চরভদ্রাসন পদ্মা নদীতে অভিযান

বান্দরবানে প্রবারনা উপলক্ষ্যে সেনাবাহিনীর পক্ষ থেকে অনুদান বিতরণ

  • Last update: Wednesday, October 25, 2023

বাসুদেব বিশ্বাস, বান্দরবান: বৌদ্ধ ধর্মালম্বীদর প্রবারনা উদযাপন উপলক্ষে বান্দরবানে সেনা রিজিয়নের উদ্যোগে অনুদান বিতরন করা হয়েছে।

বুধবার (২৫ অক্টোবর) বান্দরবান সেনা রিজিয়ন প্রাঙ্গনে জেলা সদরের বিভিন্নস্থানে প্রবারনা উদযাপনকারী বিভিন্ন প্রতিনিধিদের কাছে এসব অনুদান তুলে দেন ৬৯ পদাতিক বিগ্রেড এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ।

এসময় অন্যান্যদের মধ্যে সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান,রিজিয়ন সদর দপ্তর বান্দরবান এর জি এস ও-২ (ইন্টেলিজেন্স) মেজর মোহাম্মদ শায়েখ উজ জামানসহ সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তা এবং প্রবারনা উদযাপনকারী বিভিন্ন পাড়া এবং বৌদ্ধ বিহারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উপহার সামগ্রী প্রদানকালে ৬৯ পদাতিক বিগ্রেড এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ বলেন, সম্প্রীতির বান্দরবানে সকলের সাথে মিলেমিশে সুখ-দুঃখ ভাগাভাগি করার জন্য আজকের এই আয়োজন। তিনি আরো বলেন, ‘ধর্ম যার যার উৎসব সবার ’। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই একযোগে সম্প্রীতির বন্ধনকে অটুট রাখার এই ধরনের প্রচেষ্টা আগামীতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন ৬৯ পদাতিক বিগ্রেড এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ।

এসময় প্রবারনা উপলক্ষে বান্দরবান সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং পাড়া থেকে আগত ৩৭টি প্রবারনা উদযাপন কমিটির প্রতিনিধিদের কাছে নগদ সর্বমোট ১লক্ষ ৮০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।

এদিকে প্রবারনা উপলক্ষ্যে সেনাবাহিনীর কাছ থেকে শুভেচ্ছা উপহার সামগ্রী পেয়ে সন্তোষ প্রকাশ করেছে বৌদ্ধ ধর্মালম্বী বিভিন্ন ইউনিয়ন এবং পাড়া থেকে আগত সাধারণ জনগন।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC