বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দকে আটক করেছে পুলিশ।
বুধবার সকাল ১১টায় তার উত্তরার ১৪ নং সেক্টরের ১৮ নং সড়কের বাসা থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি জানিয়েছেন জামায়াতের প্রচার বিভাগের নেতা ইমন।
এর আগে তার বাসা ঘিরে অবস্থান নিয়েছিল পুলিশ সদস্যরা।
তিনি জানান, মতিউর রহমান আকন্দ খুবই অসুস্থ। ইউনাইটেড হসপিটালে আজ ভর্তি হওয়ার কথা ছিল। পুলিশ একটা অ্যাম্বুলেন্সে করে ওনাকে নিয়ে গেছে।
তিনি আরও জানান, ওনার ওপেন হার্ট সার্জারি করা হয়েছে। ২৪ অক্টোবর রাতে ইউনাইটেড হাসপাতালে ভর্তি ছিল। গতকাল এম আর আই করেছে। আজ হাসপাতালে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
Drop your comments: