স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘বিএনপি নির্বাচনে আসলে নির্ঘাত জামানত হারাবে, তাই তারা নির্বাচনে আসতে চায় না।’
শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যায় সাটুরিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় একটি ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
জাহিদ মালেক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপিকে বলছেন, আপনারা নির্বাচনে অংশগ্রহণ করুন। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে শান্তিপূর্ণভাবে। সব দলকে সমান গুরুত্ব দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু তারা নির্বাচনে আসতে চায় না, তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশ সরকার ফিলিস্তিনবাসীর পক্ষে আছে। আমাকে আরও বলেছেন, যুদ্ধে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ওষুধ ও স্বাস্থ্যসেবা সরঞ্জাম পাঠাতে। আমরা সেগুলো ব্যবস্থা করছি।’
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ ফটো, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সদর থানা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসরাফিল হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।