আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকা এমিলিয়ানো মার্টিনেজের সঙ্গে দেখা না হলেও রোনালদিনহোর দেখা পেলেন জামাল ভূঁইয়া। ব্রাজিলিয়ান কিংবদন্তির সঙ্গে সাক্ষাতের পর তাকে জার্সি উপহার দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।
একদিনের বাংলাদেশ সফরে বুধবার (১৮ অক্টোবর) ঢাকায় পা রাখেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা রোনালদিনহো। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বিকেল ৪টা ৪৫ মিনিটে তার সঙ্গে দেখা করতে র্যাডিসন হোটেলে যান জামাল।
কিছুদিন আগে মার্টিনেজকে দেখতে গিয়ে বিমানবন্দর থেকে খানিকটা আশাহত হয়েই ফিরতে হয়েছিল জামালকে। তবে রোনালদিনহোর সঙ্গে শুধু দেখাই নয়, কথা বলারও সুযোগ পেয়েছেন বাংলাদেশ অধিনায়ক। এসময় রোনালদিনহোকে নিজের জার্সিও উপহার দিয়েছেন তিনি।
এর আগে বুধবার দুপুর সাড়ে ৩টায় শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান রোনালদিনহো। ৪টার পর হোটেল র্যাডিসনে পৌঁছান তিনি। ব্রাজিলিয়ান তারকা হোটেলে পোঁছার কিছুক্ষণের মধ্যেই হোটেলে উপস্থিত হন জামাল।
এসময় নিজেকে ব্রাজিলের সমর্থক পরিচয় দেন জামাল। জানান, রোনালদিনহোকে সামনাসামনি দেখতে পারাটা তার জন্য গর্বের বিষয়। তিনি আরও বলেন, ‘আমি ২০০২ সালের বিশ্বকাপ দেখেছি। সে সময় ব্রাজিল বিশ্বকাপ জিতেছে। সেই বিশ্বকাপজয়ী তারকা ফুটবলার রোনালদিনহোকে সামনাসামনি দেখা আমার জন্য অনেক গর্বের বিষয়।
বাংলাদেশ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও দেখা করেছেন রোনালদিনহো। ব্রাজিলিয়ান তারকার দেশে আগমন বাংলাদেশের ফুটবলকে অনুপ্রাণিত করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। রোনালদিনহোও বাংলাদেশের ক্রীড়াক্ষেত্রে প্রধানমন্ত্রীর অবদান, বিশেষ করে নারীদের ক্ষমতায়ন ও নারী ফুটবলে অবদান সম্পর্কে অবগত আছেন বলে জানান। তিনি এ জন্য প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন।