একদফা দাবিতে আগামী ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১৮ অক্টোবর) বিকেলে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করেন তিনি।
এর আগে দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে কোরআন তিলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা ও বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তির দাবিতে এই জনসমাবেশের আয়োজন করা হয়।
সরকারের পায়ের নিচে মাটি নেই মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, পূজার ছুটিতে সিদ্ধান্ত নেন। হয় বিদায় নিতে হবে নইলে পদত্যাগ করতে হবে।
ফখরুল বলেন, সংবিধানের কথা বলে তারাই ধ্বংস করেছে। এই লড়াই বিএনপির একার নয় দেশের সবার। এই সরকার টিকবে না। ক্ষমতায় যেতে চাই না আমরা, ভোটাধিকার ফিরিয়ে আনতে চাই।