আজিজুর রহমান দুলালঃ ফরিদপুর জেলার আলফাডাঙ্গায় নানা আয়োজনের মাধ্যমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে, বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। শোভাযাত্রায় অংশ নেন ১৮ ব
বুধবার ১৮ অক্টোবর সকাল ১০ টায় শেখ রাসেলের অস্থায়ী প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে এবং বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে দিবসের কর্মসূচি শুরু করেন। সরকারি ভাবে তৃতীয়বারের মতো ‘শেখ রাসেল দিবস ২০২৩’ পালিত হয়। এবারের প্রতিপাদ্য ‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’।
উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম. জাহিদুল হাসান জাহিদ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রজত বিশ্বাস, থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ আবু তাহের,পৌর সভার মেয়র আলী আকসাদ ঝন্টু, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মাদ নাজমুল হাসান, প্রাথমিক শিক্ষা অফিসার প্রীতি কণা বিশ্বাস সহ আরো অনেকে।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার শেখ রাসেলের জীবন সম্পর্কে আলোচনা করেন এবং আরও বলেন আজ রাসেল বেঁচে থাকলে এদিন তার বয়স ৫৯ বছর পূর্ণ হত।