মো. রাসেল ইসলাম: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ১০৪টি মহিষ আমদানি করা হয়েছে। এর মধ্যে গাভি মহিষ ৪৮টি, মহিষের বাচ্চা ৪৮টি ও ৮টি ষাঁড় মহিষ রয়েছে।
শনিবার (১৪ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার সময় ভারতীয় ৭টি ট্রাকে ছোট-বড় এই ১০৪টি মহিষ বেনাপোল বন্দরে আসে।
কাস্টমস ও বন্দর সূত্রে জানা যায়, আমদানিকারক ঢাকার জেনটেক ইন্টারন্যাশনাল লিমিটেড মহিষগুলো ভারত থেকে আমদানি করে। রফতানিকারক প্রতিষ্ঠান ভারতের নোরায়াল ডেইরি ফার্ম।
মহিষ আমদানির কাগজ পত্রের তথ্য মতে মহিষের আমদানি মূল্য ১ লাখ ১৭ হাজার ৬৪৭ মার্কিন ডলার। যা বাংলাদেশি অর্থে ১ কোটি ৩৮ হাজার ৮২৩ লাখ টাকা। শুল্ক মুক্ত সুবিধায় এসব মহিষ বন্দর থেকে ছাড় পত্র দেওয়া হবে। পরে মহিষগুলো বাগেরহাটের ফকিরহাটে মহিষ উন্নয়ন প্রকল্প খামারে যাবে।
শার্শা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বিনয় কৃষ্ণ মন্ডল বলেন, প্রাথমিকভাবে স্বাস্থ্য পরীক্ষা করে মহিষগুলো ভালো পাওয়া গেছে। প্রাণিসম্পদ বিভাগের সরকারি শুল্ক আদায় করে যথাযথভাবে ছাড়পত্র দেওয়া হবে। আমদানিকৃত মহিষ দেশে দুধের চাহিদা ও মহিষের বিস্তার বাড়াতে বড় ভুমিকাও রাখবে বলে জানান এ কর্মকর্তা।
বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রেজাউল ইসলাম আমদানির সত্যতা নিশ্চিত করে জানান, মহিষগুলো বেনাপোল কাস্টমস হাউজ থেকে খালাস নিতে মুক্তি এন্টারপ্রাইজ নামের একটি সিঅ্যান্ডএফ এজেন্ট প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেছে। পরীক্ষা-নিরীক্ষা ও শুল্কায়ন শেষে বন্দর থেকে পরবর্তীতে খালাস হবে। দ্রুত যাতে মহিষ গন্তব্যে পৌঁছাতে পারে সব ধরনের সহযোগীতা করা হচ্ছে।