বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল আমড়াখালী চেকপোস্টে যাত্রীবাহী বাস তল্লাশি করে ৫০ বোতল ফেনসিডিলসহ তরিকুল ইসলাম (৩১) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি সদস্যরা।
বুধবার দুপুরে বেনাপোল আমড়াখালী বিজিবি চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়।
বিজিবি জানায়, যশোরগামী বিএসএস পরিবহন বাস তল্লাশি করে একটি ব্যাগ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এসময় তরিকুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
উদ্ধারকৃত মাদক সহ আসামী কে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Drop your comments: