গভীর রাতে পুলিশ বাসার দরজা ভেঙ্গে বিএনপির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে আটকের পর থানায় নিয়ে নির্যাতন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
বুধবার, অক্টোবর ১১, ২০২৩, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রশিদুল আলমের আদালতে হাজির করা হলে এ্যানি কিছু বলবে কিনা বিচারক জানতে চান।
এ সময় তিনি বিচারকের সামনে কাঁদতে কাঁদতে বলেন, আমি রাজনীতি করি। কোনো অপরাধ করলে গ্রেপ্তার করবে। কিন্তু আমাকে থানায় নিয়ে পুলিশের উপস্থিতিতে অত্যাচার নির্যাতন করা হয়েছে। আমরা কোন যুগে বসবাস করছি। আমি কি চোর, না ডাকাত।
এদিকে রাজনৈতিক ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় বিএনপির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির চার দিনের রিমান্ডে দিয়েছে আদালত।
Drop your comments: