May 20, 2024, 4:13 pm
সর্বশেষ:
আলফাডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচন: প্রতীক পেয়েই প্রচারণা শুরু চরভদ্রাসন পদ্মা নদীতে অভিযান ইরানের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবের বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতি মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক মুহাম্মদ মোরশেদ আলম বিরোধীদের জেলে ঢুকিয়ে বাংলাদেশ ও পাকিস্তানের মডেলে নির্বাচন করতে চান মোদি: কেজরিওয়াল এসএমই মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রামপালে ৬৩০ জন রোগী পেল বিনামূল্যে ছানি অপারেশনের সুযোগ  চাল বিতরণে অনিয়মের দায়ে ইউপি সদস্য বরখাস্ত মোরেলগঞ্জের পোলেরহাট বাজারে ভয়াবহ অগ্নিকান্ড, ১৩ দোকান পুড়ে ছাই মৌলভীবাজারে নদী রক্ষার বাঁধ নির্মাণে দীর্ঘসূত্রতা

কষ্টের টাকায় নিরাপদ ফ্ল্যাট চান প্রবাসীরা

  • Last update: Tuesday, October 10, 2023

প্রবাসীরা কষ্টের টাকায় নিরাপদ ফ্ল্যাট চান । প্রবাস জীবনের ইতি টেনে দেশে গিয়ে শান্তিতে বসবাস করতে চান তাঁরা। কিন্তু বর্তমান সময়ে ফ্ল্যাট কিনতে গিয়ে প্রবাসীরা নানান রকমের হয়রানির শিকার হচ্ছেন। হয়রানি মুক্ত ও বিশ্বাসযোগ্য মাধ্যমে ফ্ল্যাট ক্রয় করতে আগ্রহী৷ পূর্বের তীক্ষ্ণ অভিজ্ঞতা থেকে এমনটাই বলেছেন আমিরাত প্রবাসীরা।

শুক্রবার ( ৬ অক্টোবর) বাংলাদেশ সমিতি শারজার হল রুমে ঢাকার সেভেন ওয়ান রিয়েল এস্টেট কোম্পানির আয়োজনে এক মতবিনিময় অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভাপতিত্ব করেন বাংলাদেশ সমিতি শারজার সভাপতি আবুল বাশার৷
আফতাব মনিরের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রবাসীরা বলেন, আমাদের সকলেরই নিজ জন্মভূমিতে একদিন না একদিন ফিরতে হবে৷ অবসর বয়সে নিরাপদে শান্তিতে বসবাসের জন্য ঢাকা শহরে একটি ফ্ল্যাট থাকাটা স্বস্তিকর। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে এই সেক্টরে বেশ কিছু জটিলতা দৃশ্যমান বিশেষ করে জায়গার কাগজপত্র, ডেভলপারদের প্রতি আস্থাহীনতা তৈরি ও সময়মত ফ্ল্যাট না পাওয়া উল্লেখযোগ্য। তবে আমরা সেভেন ওয়ান রিয়েল স্টেটের কাছে বিশ্বাসযোগ্য কাজ দেখতে চাই৷ কেউ কেউ আবার প্রবাসীদের জন্য সূলভ মূল্যে ফ্ল্যাটের দাবি জানান৷

প্রবাসীদের এসব কথার প্রেক্ষিতে সেভেন ওয়ানের ব্যবস্থাপনা পরিচালক কামরুল আহসান রিপন বলেন, ‘আমরা আপনাদের আস্থাশীল হয়েই কেবল ফ্ল্যাট নিয়ে আলাপ করতে চাই৷ ঢাকার বসুন্ধরায় আমাদের তৈরি ভবন, নির্মাণাধীন ভবন ও পরিকল্পিত প্রজেক্ট নিজ চোখে দেখে কাগজপত্র পরীক্ষা করে তারপর আমাদের সঙ্গে চুক্তি করবেন৷ আমরা প্রবাসীদের কাছে স্বপ্ন বিক্রি করতে চাই না বরং স্বপ্নের বাস্তবায়ন করতে চাই৷’
তিনি বলেন ‘ভৌগলিকভাবে বাংলাদেশ ‘ভূমিকম্প- সম্ভাব্য অঞ্চলে’ অবস্থিত। ওয়ান সেভেনের অবকাঠামো নির্মাণে ভূমিকম্পের ঝুঁকির বিষয়টি সম্পর্কে প্রবাসীরা চাইলে তিনি বলেন, আমাদের ভবন নির্মাণের ক্ষেত্রে গুনগত মান নিশ্চিত করা হচ্ছে। সরকারের ভূমিকম্প সহনীয় ভবনের নির্দেশনা মেনে প্রতিটি ভবন নির্মাণ হচ্ছে।’

মতবিনিময় সভায় অংশ নেন ইবরাহিম আফলাতুন সিআইপি, সেভেন ওয়ানের পরিচালক শেখ জাহিরুল ইসলাম, পরিচালক নাজমুন নাহার হাসান রুবি, জাহাঙ্গীর আলম সিআইপি, সেলিম উদ্দিন সিআইপি, প্রমুখ।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC