![InShot_20231008_151708979](https://banglaexpressonline.com/wp-content/uploads/2023/10/InShot_20231008_151708979.jpg)
হামাসের রকেটে হামলায় কয়েক শ ইসরায়েলি নিহত এবং আহত হয়েছেন। এ হামলার নিন্দা জানিয়ে ইসরায়েলের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।
এর আগে শনিবার নরেন্দ্র মোদি এক্স–এ (টুইটার) লেখেন, ইসরায়েলে সন্ত্রাসী হামলার খবরে আমরা গভীরভাবে মর্মাহত। হামলার শিকার ইসরায়েলি ও তাদের পরিবারের জন্য আমরা উদ্বিগ্ন ও তাদের জন্য আমাদের আর্শীবাদ থাকবে। এই কঠিন সময়ে আমরা ইসরায়েলের সঙ্গে সংহতি প্রকাশ করছি।
এ ছাড়া এই হামলার নিন্দা জানিয়েছেন, ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ, জার্মানির চ্যান্সেলর ওলাফ স্কোলজ, আমেরিকার হোয়াট হাউস, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটসহ বিশ্ব নেতারা।
গতকাল শনিবার ভোর ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে ফিলিস্তিনির বাহিনী হামাস। হামাসের ছোঁড়া ৭ হাজার রকেটে এ পর্যন্ত ৩০০ ইসরায়েলি নিহত হয়েছে, আহত ৯ শতাধিক দাবি করেছে ইসরায়েল।
এদিকে জবাবে গাজায় পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। পাল্টা হামলায় অন্তত ২৩২ ফিলিস্তিনি নিহত এবং ১৬ শ এর বেশি মানুষ আহত হয়েছেন।