আজিজুর রহমান দুলালঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় ঝড়ে মাত্র কয়েক মিনিটের মধ্যে দুটি ইউনিয়নের ছয়টি গ্রাম লন্ডভন্ড হয়ে গেছে। শতাধিক ঘরবাড়ি ভেঙে চুরমার হয়ে গেছে, কয়েক শত গাছ উপড়ে গেছে। বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। তবে ঝড়ে হতাহতের কোন খোঁজ খবর পাওয়া যায় নাই।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকেলে আলফাডাঙ্গা সদর ইউনিয়ন ও টগর বন্দ ইউনিয়ন এই দুইটা ইউনিয়নের ছয়টি গ্রাম ঘূর্ণিঝড়ে প্রচুর ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ততের নাম ঠিকানা এখনো জানা যায়নি।
কয়েক মিনিটের এই ঘূর্ণিঝড়টি আলফাডাঙ্গা সদর ইউনিয়নের বিদ্যাধর, ব্রাহ্মণ-জাটিগ্রাম, বেজিডাঙ্গা, অপরদিকে টগরবন্দ ইউনিয়নের মালা,
কৃষ্ণপুর-টগরবন্দ, তিতুরকান্দি গ্রামের ঘর, গাছপালা ক্ষতিগ্রস্ত হয়। অনেক ফসলের ক্ষতি হয়েছে।
এদিকে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন বুলবুল বলেন, আমার ইউনিয়নের তিন গ্রামের বেশকিছু পরিবারের বাড়ির ক্ষতি হয়েছে। আমি দ্রুত ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো ও সহায়তার চেষ্টা করা করছি।
উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন সাংবাদিকদের জানান, সংবাদ পেয়ে আমি বেশ কিছু বাড়িতে গিয়েছিলাম, আমার সাধ্যমতে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করার চেষ্টা করছি।
এ বিষয়ে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল হক জানান, আমি উপপরিচালক স্হানীয় সরকার মোঃ ইয়াছিন কবির (ফরিদপুর) স্যারকে সাথে নিয়ে এলাকায় টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্ত ও দুর্গত এলাকা পরিদর্শন করেছি। এ সয়ম আমার সাথে আরও ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান, ও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানগণ।