গাজীপুরের শ্রীপুরে আপন ভাতিজাকে অপহরণ করে হত্যার পর আটক হলেন চাচা নিজেই। রোববার (১ অক্টোবর) বিকেলে শ্রীপুর থানায় তার ভাতিজার অপহরণের দাবি করে একটি সাধারণ ডায়েরি করেন চাচা নিজেই। নিহত কিশোরের নাম রামিমুল হাসান।
পুলিশ জানায়, গেল মঙ্গলবার থেকেই নিখোঁজ ছিল রামিমুল। এই বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার চাচা জুয়েল ব্যাপারী। পরে বড় ভাইয়ের ফোনে পরিচয় গোপন করে কল করে মুক্তিপণ দাবি করে চাচা জুয়েল।
পুলিশ আরও জানায়, সন্দেহ হলে তদন্তে নেমে তথ্য প্রযুক্তির সাহায্যে এ ঘটনায় জড়িত জুয়েলের সহযোগী জিহাদ ও শামীমকে আটক করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদের পর আটক করা হয় জুয়েলকেও। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে রামিমুলের মরদেহ উদ্ধার করা হয়।
Drop your comments: