ব্রাজিলে করোনাভাইরাস-জনিত মৃত্যুর সংখ্যা ৪৯,৯৭৬ জনে পৌঁছেছে। শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানায়, ভাইরাস আক্রান্তের নিশ্চিত সংখ্যা এখন ১০ লাখ ৬৭ হাজার ৫৭৯ জন।
তবে দেশটিতে টেস্টিংএর অপ্রতুলতার জন্য প্রকৃত সংখ্যা আরো বেশি বলে মনে করা হচ্ছে। ব্রাজিলে এখন করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ। প্রথম স্থানে আছে যুক্তরাষ্ট্র, সেখানে মৃত্যুর সংখ্যা ১ লাখ ২০ হাজার ছাড়িয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, ব্রাজিলে কোভিড-১৯ সংক্রমণ এখনো শীর্ষবিন্দুতে পৌঁছায়নি এবং তা ক্রমশ দেশটির প্রত্যন্ত অঞ্চল ও আদিবাসীদের মধ্যে ছড়াচ্ছে।
দক্ষিণ আমেরিকার অন্যান্য দেশেও করোনাভাইরাস সংক্রমণ বাড়ছে।চিলি বলছে, গণনার এক নতুন পদ্ধতি প্রয়োগ করায় সেদেশে কোভিড-১৯ সংক্রমণের মৃত্যুর সংখ্যা বেড়ে ৭ হাজার ছাড়িয়ে যাবে। চিলিতে ২ লাখ ৩৭ হাজারের বেশি লোক সংক্রমিত হয়েছে।
মেক্সিকোয় মৃত্যুর সংখ্যা এখন ২০ হাজার ছাড়িয়েছে। সরকার বলছে দেশটিতে আরো এক সপ্তাহ কঠোরতম লকডাউন জারি থাকবে।