লাবিব হাসান, পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটায় ৩২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে মহিপুর থানা পুলিশ।
মঙ্গলবার(২৬ সেপ্টেম্বর) বিকেল পাঁচটায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই সাইফুল ও এএসআই বাইজিত এর নেতৃত্বে অভিযান চালিয়ে কুয়াকাটার মুসল্লীবাদ গ্রামের একটি ভাড়াটিয়া বাসা থেকে ৩২০ পিস ইয়াবা সহ মশিউর ও আসাহাব নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করে থানা পুলিশ ।
এ সময় মশিউর এর কাছ থেকে ২২০ ও আসাহাবের কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।আটককৃত মশিউর মহিপুরের পুরান মহিপুর গ্রামের আতাহার হাওলাদারের ছেলে ও আসাহাব কুয়াকাটা পৌরসভার মেলা পাড়া গ্রামের হাসান আলীর ছেলে।
মহিপুর থানার অফিসার ইনচার্জ ফেরদৌস আলম খান জানান আতকৃত ২ আসামী চিহ্নিত মাদক কারবারি। তাদের উভয়ের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এ সময় তিনি আরো বলেন মাদকের বিরুদ্ধে থানা পুলিশের জিরো টলারেন্স অব্যাহত থাকবে।