সোমালিয়ায় ট্রাক বোমা বিস্ফোরণে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে শঙ্কা কর্তৃপক্ষের। আহত হয়েছেন আরও প্রায় ৫০ জন, যাদের অনেকের অবস্থাই সংকটাপন্ন। খবর আল জাজিরার।
শনিবার (২৩ সেপ্টেম্বর) দেশটির মধ্যাঞ্চলের বেলেডওয়েন শহরের একটি তল্লাশি চৌকিতে ঘটনাটি ঘটে। বিস্ফোরণে আশপাশের কিছু ভবনও ক্ষতিগ্রস্ত হয়।
স্থানীয়রা জানায়, বিস্ফোরক বোঝাই ট্রাকটি জোরপূর্বক তল্লাশি চৌকিতে উঠে যায়। পাঁচ পুলিশ কর্মকর্তা ট্রাকটিকে থামানোর চেষ্টা করেন। এরই মধ্যে ঘটে বিস্ফোরণ।
পুলিশ জানায়, বিস্ফোরণের পেছনে কারা জড়িত তা এখনও জানা যায়নি। তবে হর্ন অব আফ্রিকার এই দেশটিতে প্রায়ই এ ধরনের বোমা হামলা চালায় স্থানীয় জঙ্গিগোষ্ঠী আল-শাবাব। সোমালিয়ার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এক দশকের বেশি সময় ধরে লড়ছে আল-শাবাব। সরকার পতন ঘটিয়ে দেশটিতে কঠোর ইসলামি শরিয়া আইন চালুর লক্ষ্য তাদের।