শাহ সুমন (হবিগঞ্জ) বানিয়াচং প্রতিনিধিঃ আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বানিয়াচংয়ের কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন বানিয়াচং – আজমিরীগঞ্জ আসনের বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী। জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক আইন উপ- কমিটির সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল।
শনিবার (২৩ সেপ্টেম্বর ) দুপুর বারোটায় ৩ নম্বর ইউপি ইউনিয়নের মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় ময়েজ উদ্দিন শরীফ রুয়েল বলেন, আগামী বানিয়াচংয়ে তিনি বানিয়াচং – আজমিরীগঞ্জ নির্বাচনী সংসদীয় আসনের বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী। তিনি দীর্ঘদিন ধরে বানিয়াচং – আজমিরীগঞ্জ উপজেলা নৌকার বিজয়ের লক্ষে কাজ করে আসছেন।
এছাড়া মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল বলেন আগামী নির্বাচনে তিনি নৌকা পেলে বানিয়াচং – আজমিরীগঞ্জ উপজেলার মানুষ তাকে দলমত নির্বিশেষে নৌকা মার্কায় ভোট ও সহযোগীতা করার আহবান জানিয়েছেন। তিনি এমপি নির্বাচিত হলে বানিয়াচং – আজমিরীগঞ্জ উপজেলাকে পরিকল্পিত ভাবে উন্নতশীল এলাকা হিসেবে গড়ে তুলবেন। তরুণ প্রজন্মকে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলবেন। যাতে তারা জাতীয় ও আন্তর্জাতিক ভাবে মেধা বিকাশে স্বাক্ষর রাখতে পারে সে পরিবেশ সৃষ্টি করবেন। পৃথিবীর সবচেয়ে বড় গ্ৰাম বানিয়াচং ।
বানিয়াচংয়ে রয়েছে অনেক সম্ভাবনাময় পর্যটন স্পট। এরমধ্যে রয়েছে সাগর দিঘী বিথঙ্গলের আখড়া ও লক্ষীবাওড়সহ বিভিন্ন পর্যটন স্থান কাজ করার আশ্বাস দিয়েছেন। এসময় উপস্থিত ছিলেন, বানিয়াচং প্রেসক্লাবের উপদেষ্টা, মোতাব্বির মিয়া, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খলিলুর রহমান, রায়হান উদ্দিন সুমন, মুখলিছ মিয়া, আজমল হোসেন খাঁন, তাপস হোম, এনায়েত হোসেন, আলমগীর রেজা, শাহ সুমন, মোক্তাদির হাসান সেবুল,বদরুল লস্কর, সাব্বির চৌধুরী, রিতেশ কুমার, রিদয় খাঁন, প্রমূখ।