মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম বলেছেন, ‘অসাম্প্রদায়িক বাংলাদেশ রাখতে হলে নৌকায় ভোট, উন্নয়ন চাইলে নৌকায় ভোট, দুর্নীতি বন্ধ করতে গেলে নৌকায় ভোট, চলমান উন্নয়ন অব্যাহত রাখতে হলে নৌকায় ভোট, শান্তিতে ঘুমাতে হলে নৌকায় ভোট দিতে হবে। কারণ নৌকায় ভোট দিলে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবেন।’
আজ রবিবার দুপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে পিরোজপুর সদর উপজেলার শহীদ ওমর ফারুক মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে আমরা সবাই ভালো থাকব। জামায়াত-বিএনপি ঘাপটি মেরে আছে সময় মত ফণা তুলবে বিষধর সাপের মত। নিশ্চয়ই সেটা আমরা হতে দিতে পারি না। আওয়ামী লীগ আইনের শাসন প্রতিষ্ঠা করেছে। যুদ্ধ অপরাধীদের বিচার করেছে। উন্নয়ন, সমৃদ্ধি ও অসাম্প্রদায়িকতা যদি চান তাহলে শেখ হাসিনার সরকার আর জঙ্গি, দুর্নীতি যদি চান তবে অন্য সরকার, আপনাদের বেছে নিতে হবে কোনটি চান।’
পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মাদ জাহেদুর রহমানের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত আল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম হোসেন, এনএসআই কর্মকর্তা আব্দুল কাদের, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ ছাব্বির সাজ্জাদ ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবীর মোহাম্মাদ হোসেন উপস্থিত ছিলেন। এছাড়া সরকারি কর্মকর্তা, গণমাধ্যম কর্মী এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান ও গ্রাম-গঞ্জে বিভিন্ন প্রকল্পে কাজ করা নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
এর আগে, মন্ত্রী বেলুন উড়িয়ে বিভিন্ন সরকারি দপ্তরের উন্নয়ন মেলার উদ্বোধন এবং স্টল পরিদর্শন করেন। মেলায় মোট ১১টি স্টল স্থান পেয়েছে।