![IMG_20200621_163459.jpg](https://banglaexpressonline.com/wp-content/uploads/2020/06/IMG_20200621_163459.jpg)
বিয়ে করে নববধূকে নিয়ে ফেরার পথে মাইক্রোবাস থামিয়ে অপহরণ করা হয় বর মেহেদী মোরশেদ পলাশকে (৩৩)। ঘটনার ১৫ দিন অতিবাহিত হলেও তার হদিস মেলেনি। কক্সবাজার থেকে ফেরার পথে গত ৬ জুন রাতে নারায়ণগঞ্জ কাঁচপুর ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে।
রবিবার (২১ জুন) সকালে সিরাজগঞ্জ শহরের এস.এস.রোডের নিউজ হোম সম্মেলন কক্ষে পলাশের বড় বোন মীনা পারভীন সংবাদ সংম্মেলনে এই তথ্য জানান। অপহরণের ঘটনায় নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় গত ১৮ জুন স্বজনরা একটি জিডি করেছেন।
অপহৃত পলাশ সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ গ্রামের মৃত মুকছেদ আলীর ছেলে। তিনি রাজধানীর খিলগাঁও এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তার একটি ইলেকট্রনিক্স পণ্যের শো-রুম ছিল।
লিখিত বক্তব্যে মীনা পারভীন বলেন, ‘গত ৫ জুন সন্ধ্যায় বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে কক্সবাজার থেকে সিরাজগঞ্জ যাচ্ছিলেন পলাশ, তার স্ত্রীসহ কয়েকজন। গত ৬ জুন ভোরে নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজের কাছে সাদা পোশাকে কিছু লোক নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে মাইক্রোবাসটি থামায়। তাদের সবার হাতে পিস্তল থাকলেও ওয়াকিটকি ছিল না। পরে ঢাকা মেট্রো ঘ ১৩-৭০৯৫ নম্বরযুক্ত পাজেরোতে তারা পলাশকে উঠিয়ে নিয়ে চলে যায়।’
তিনি আরও বলেন, ‘ঘটনার পর নারায়ণগঞ্জের কাঁচপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ি, সোনারগাঁও থানা, বন্দর থানা, সিদ্ধিরগঞ্জ থানা, র্যাব-১০ ও ১১ এবং নারায়ণগঞ্জ পুলিশ সুপার অফিসে যোগাযোগ করেও পলাশের সন্ধান মেলেনি। এই অবস্থায় ১৮ জুন নারায়ণগঞ্জ থানায় জিডি করা হয়। অপহৃত ভাইকে উদ্ধারে মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সহযোগিতা কামনা করছি।’
সংবাদ সন্মেলনে অপহৃত পলাশের নববধূ তানিজয়া আক্তার, ভাগ্নে মঞ্জুর হাসান রতন, স্ত্রীর ভাগ্নি তাহিয়া নাসেরসহ পরিবারের অন্যান্য স্বজনরা উপস্থিত ছিলেন।