
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়ে প্রস্তাব পাস করেছে ইউরোপীয়ান পার্লামেন্ট। মানবাধিকার সংগঠন ‘অধিকার’ সম্পাদক আদিলুর রহমানকে হেনস্তার অভিযোগে উদ্বেগও জানানো হয়েছে এতে।
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেলকে ভূমিকা রাখতে আহ্বান জানিয়ে ইউরোপীয় পার্লামেন্টের ৬ সদস্যের লেখা চিঠির ধারাবাহিকতায় এই প্রস্তাব পাস হলো।
এতে বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম-খুনে র্যাবের সংশ্লিষ্টতার অভিযোগ তোলা হয়। বলা হয়েছে, বাকস্বাধীনতা ও শ্রমিক অধিকার হরণের মাধ্যমে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির গুরুতর অবনতি হচ্ছে।
অধিকার সম্পাদক আদিলুর ও পরিচালক নাসিরুদ্দিনের মামলা অবিলম্বে প্রত্যাহার ও তাদের সংগঠনের নিবন্ধন ফিরিয়ে দেয়ার আহ্বান জানানো হয়েছে এতে।
এছাড়া, শ্রমিক নেতা শহীদুল ইসলাম হত্যাকাণ্ডে দায়ীদের শাস্তির আওতায় আনতে বলেছে ইউরোপীয়ান পার্লামেন্ট। আলোচিত ওই চিঠিতে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছিলেন স্লোভাকিয়া, চেক প্রজাতন্ত্র, বুলগেরিয়া, ডেনমার্ক, স্পেন ও ফিনল্যান্ডের ছয় প্রতিনিধি।