শাহ সুমন, বানিয়াচং প্রতিনিধি:বানিয়াচংয়ে বিশ্ব স্বাক্ষরতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় বিশ্ব স্বাক্ষরতা দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।র্যালী শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: নাজমুল হাসান,ওসি (তদন্ত)আবু হানিফ।
এ সময় বক্তব্য রাখেন শামসুল হক কলেজের অধ্যক্ষ স্বপন কুমার দাস, সহকারী শিক্ষা অফিসার হাসান আল মামুন,বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, শিক্ষিকা সাধনা রাণী সূত্রধর, মুক্তিযোদ্ধা মঞ্জিল মিয়া, সাংবাদিক নূরুল ইসলাম,উদ্যোক্তা শেখ সজীব হাসান প্রমুখ। সভায় বক্তারা বলেন, বানিয়াচং উপজেলার স্বাক্ষরতার হার ৭৫ শতাংশ।
উপজেলার সার্বিক শিক্ষা ব্যাবস্থা পূর্বের চেয়ে বর্তমানে ভালো আছে। আরও ভালো করার জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই সরকার শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন নিয়ে আসছেন। এর সুফল আগামী দিনে আমরা ভোগ করতে পারবো।