চ্যানেল আই’র জনপ্রিয় টকশো অনুষ্ঠান ‘তৃতীয় মাত্রা’, ‘তৃতীয় মাত্রা প্লাস’, এই অনুষ্ঠানের উপস্থাপক ‘জিল্লুর রহমান’, ‘সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ-সিজিএস’ ও ‘সিসিএন’র ফেইসবুক পেইজ হ্যাক হয়েছে। এই পেইজ পাঁচটি হ্যাক হওয়ার বিষয়টি জানিয়েছেন, তৃতীয় মাত্রার উপস্থাপক ও সিজিএস’র নির্বাহী পরিচালক জিল্লুর রহমান।
সেপ্টেম্বর ৭, ২০২৩, বিকালে নিজের ফেইসবুক আইডি থেকে দেয়া পোস্টে তিনি বলেন, পেইজগুলো ফিরে পেতে আমার টিম কাজ করছে। রিকভার করা পর্যন্ত পেইজগুলো থেকে আসা সকল ধরনের পোস্ট ও রিকোয়েস্ট এড়িয়ে চলার অনুরোধ জানান তিনি।
Drop your comments: