বাসুদেব বিশ্বাস,বান্দরবান: ভূমি সমস্যা নিরসনে প্রশাসনের পাশাপাশি হেডম্যানদের আরো জোরালো ভুমিকা রাখতে হবে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) দুপুরে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে বান্দরবানের হেডম্যানদের (মৌজা প্রধান) সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এমন মন্তব্য করেন।
এসময় পার্বত্য মন্ত্রী আরো বলেন, নানা সমস্যা ও সীমাবদ্ধ থাকা সত্বে ও তিন পার্বত্য জেলায় মৌজাবাসীর উন্নয়নের জন্য হেডম্যানরা কাজ করে যাচ্ছে তবে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে সমন্ধয় করে নানা ধরণের ভুমি সমস্যা নিরসনে হেডম্যানদের আরো আন্তরিক হতে হবে। এসময় পার্বত্য মন্ত্রী সকল হেডম্যানদের জন্য নিজস্ব অফিস নির্মাণ এবং বেতন ভাতা বৃদ্ধির জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে মন্তব্য করে স্থানীয় বাসিন্দাদের যথাযথ সেবা প্রদানের আহবান জানান। এসময় পার্বত্য মন্ত্রী মৌজার সীমানা সঠিকভাবে নির্ধারণ ও তা নিজ দায়িত্বে রাখা, সকল ভুমির রেকর্ড সংরক্ষণ এবং মৌজা হেডম্যান কর্তৃক প্রদত্ত সকল প্রত্যায়ন পত্র উপযুক্ত ব্যক্তিকে নিভূলভাবে প্রদানের জন্য আহবান জানান।
এসময় সভায় জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মো.শাহ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, হেডম্যান টিমং প্রু, হেডম্যান কারবারী কল্যাণ পরিষদের সভাপতি হ্লাথোয়াই হ্রী মারমা, সাধারণ সম্পাদক উনিহ্লা সহ বান্দরবানের ৭ উপজেলার ভুমি কর্মকর্তা এবং বিভিন্ন মৌজার হেডম্যানরা উপস্থিত ছিলেন।