ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবুল মিয়া (৪০) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার অরুয়াইল ইউনিয়নের দুবাজাইল গ্রামে এ ঘটনা ঘটে। মৃত বাবুল মিয়া অরুয়াইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত হাজী ধন মিয়ার ছেলে।
নিহতের ছেলে মামুন মিয়া জানান, বাবা দীর্ঘদিন ইরাক ছিলেন। গত চার-পাঁচ মাস আগে ইরাক থেকে দেশে আসেন। মঙ্গলবার দুপুরে দিকে বাড়ির ঘরের চালে জিগার গাছ কাটার জন্য উঠেন। এসময় তার মাথায় বিদ্যুতের তার লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
অরুয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, বিদ্যুতের লাইন এলোমেলোভাবে থাকার কারণে প্রায়ই এমন ঘটনা ঘটছে। আর ওই লাইনে কোন প্লাস্টিক মোড়ানো কোন কাভার ছিলনা। যার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবুল মিয়া নামে এক ব্যক্তি মারা গেছেন। পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকার ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।