ময়লার গাড়ি ভাংচুর ও নাশকতার মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।
রোববার (৩ সেপ্টেম্বর) সকালে পল্টন থানার নাশকতার মামলায় হাজিরা দিতে আদালতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। আজ এ মামলায় তার বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। তিনি মহানগর হাকিম আদালত-৪ এর বিচারক তোফাজ্বল হোসেনের আদালতে হাজিরা দেন। দু’পক্ষের আইনজীবীদের শুনানি শেষে এ মামলায় মির্জা ফখরুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে সিদ্ধান্ত দেন আদালত। ফলে আনুষ্ঠানিকভাবে মামলার বিচারকাজ শুরু হলো।
২০১২ সালের ১৪ ডিসেম্বর দায়ের করা এই মামলায় বলা হয়, ঢাকা দক্ষিণ সিটির ময়লার গাড়ি কাকরাইল থেকে বিজয়নগরের দিকে আসলে মির্জা ফখরুল ইসলাম ও রুহুল কবীর রিজভীর নেতৃত্বে ২০০-২৫০ জন গাড়ি থামিয়ে হেলপারকে মারধর করে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। তারা গাড়িও ভাঙচুর করে।