সোলায়মান হাসান, নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ে জামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও মাঝেরচর মধুসূদন গৌর কিশোর উচ্চ বিদ্যালয়ের সভাপতি হাজী মোঃ রাসেল আহম্মেদ খোকন এর উদ্যােগে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
৩০ আগষ্ট বুধবার দুপুরে জামপুর মাঝেরচর শপিং কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সদস্য ও জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হুমায়ুন কবির ভুঁইয়া এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু, প্রধান বক্তা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সামসুল ইসলাম ভুঁইয়া, বিশেষ অতিথি, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য ডাঃ আবু জাফর চৌধুরী বিরু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, বাংলাদেশ বন্ধুক ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক মোকাররম, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মােস্তফা কামাল নিলু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, জামপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি দেওয়ান মোস্তাফিজুর রহমান, উপজেলা ছাএলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সাগর, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান লায়ন বাবু, জামপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আহসান হাবীব ভুঁইয়া টিপু, জামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুদ কবির ভুঁইয়া সুমন, সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য সামসুল আলম, জামপুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী আনিস আহম্মেদ, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক লিপন চৌধুরী, সাদিপুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী ওবায়দুল বাদল, সঞ্চালনায় ছিলেন জামপুর ইউনিয়ন ছাএলীগের সভাপতি পদপ্রার্থী মেহেদী হাসান, আওয়ামী, যুবলীগ, ছাএলীগ সহ অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, আগষ্ট মাসটি বাঙালী জাতির জীবনে একটি শোকের মাস আগষ্ট মাসটি আসলে স্বাধীনতা বিরোধী একটি চক্র উত পেতে থাকে আরেকটি আগষ্ট ঘটানোর জন্য এতেই ক্ষান্ত হয়নি জননেত্রী শেখ হাসিনাকে বার বার হত্যার পরিকল্পনা করে যাচ্ছে কিন্তু আমরা তা হতে দেব না জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সব সময় ঐকবদ্ধ আছি থাকব সামনে জাতীয় নির্বাচন আমাদেরকে সব সময় সর্তক থাকবে হবে আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে হবে। সোনারগাঁয়ে বিগত ১০ টি বছর নৌকা দেওয়া হয়নি তাই জননেত্রী শেখ হাসিনার নিকট একটাই আবেদন সোনারগাঁয়ে এইবার নৌকা মনোনয়ন দেওয়া হয় নেএী যাকে যোগ্য মনে তাকেই নৌকা দেওয়া আমরা সকলে একসাথে কাজ করে সে নৌকাকে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনাকে নৌকা উপহার দেব।