সোলায়মান হাসান, নারায়ণগঞ্জ: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ও ২১আগস্ট গ্রেনেড হামলা নিহতদের স্মরণে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে উপজেলার সাদিপুর ইউনিয়নে রতন মার্কেট ঈদগাহ মাঠে শনিবার (২৬ আগস্ট) বিকালে সাদিপুর ইউনিয়ন আওয়ামীলীগে ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শুক্কুর মাহমুদের সভাপতিত্বে মোঃ ফারুক হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মরহুম মোবারক হোসেন এর পুত্র এরফান হোসেন দীপ- সদস্য সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ ও চেয়ারম্যান মোবারক হোসেন স্মৃতি সংসদ।
এসময় এরফান হোসেন দীপ-বলেন আমি কিছুদিন আগে মাননীয় দেশ রত্না প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যাওয়ার সুযোগ হয়েছে, তখন তিনি আমার মাথায় হাত রেখে বলেছিলেন তুমি সোনারগায়ে গিয়ে কাজ কর। সেই থেকে আমি সোনারগাঁয়ে আনাচে কানাচে কাজ করে যাচ্ছি। যদি আমাকে নৌকার নমিনেশন দেওয়া হয় আপনারা আমার পাশে থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাবেন।