আজিজুর রহমান দুলালঃ : জেলায় জেলায় রাজনীতির নামে সারাদেশে বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যে সৃষ্টির প্রতিবাদে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা আওয়ামী লীগসহ অঙ্গ সহযোগি সংগঠনের নেতাদের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ আগষ্ট) বিকাল ৪টায় আলফাডাঙ্গা পরিবহন বাসস্ট্যান্ডে বীর মুক্তিযোদ্ধা এস এম আকরাম হোসেনের সভাপতিত্বে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম সোজার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ফরিদপুর-১ এর সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক,এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ মো ইশতিয়াক আরিফ।
এ সময় আরও বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগে সহ-সভাপতি আশরাফউদ্দীন তারা,পৌর আওয়ামী লীগের সভাপতি সাবেক পৌরসভার মেয়র সাইফুর রহমান সাইফার, উপজেলা কৃষক লীগের আহবায়ক শেখ দেলোয়ার হোসেন,সেচ্ছাসেবক লীগের সভাপতি এনায়েত হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর, আলফাডাঙ্গা, বোয়ালমারী, মধুখালির বিভিন্ন অঙ্গসংগঠনের নৃত্যবৃন্দ।