শাহ সুমন, বানিয়াচং প্রতিনিধি ঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে কলম বিতরণ করা হয়েছে।
এ সময় শিক্ষার্থীদের নিয়ে মাদক ও বাল্যবিয়ে বিরোধী সচেতনতামূলক সভা অনুষ্টিত হয়।সোমবার (২১ আগস্ট) দুপুর ১টায় বানিয়াচং উপজেলার মেধাবিকাশ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সচেতনতামূলক সভা ও কলম বিতরণ করা হয়।জানা যায়, বসুন্ধরা শুভসংঘের বানিয়াচং উপজেলা কমিটির উদ্যোগে মাদক ও বাল্যবিয়ে বিরোধী সচেতনতামূলক সভায় শতাধিক শিক্ষার্থীদের মাঝে কলম বিতরণ করা হয়েছে।
পরবর্তীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে আরও ৪শ কলম বিতরণ করা হবে।বসুন্ধরা শুভ সংঘের বানিয়াচং উপজেলা কমিটির সভাপতি শিক্ষক ইফতিখার উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাউছার আহমেদ শিহাবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভানু চন্দ চন্দ,দৈনিক কালের কন্ঠ বানিয়াচং প্রতিনিধি মোশাহেদ মিয়া,বানিয়াচং নাগরিক উদ্যোগের সভাপতি মোতাব্বির হোসেন,সাধারণ সম্পাদক তাপস হোম,কবি আতাউর রহমান,নাট্যকর্মী নূরুল ইসলাম,শুভসংঘের উপজেলা কমিটির সদস্য মোস্তফা মাসুদ ও শাহরিয়ার শান্ত।বাল্যবিয়ে ও মাদক বিরোধী সচেতনতামূলক সভায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ উপস্থিত শিক্ষার্থীদের প্রতি আহবান জানিয়ে বলেন, মাদক ও বাল্যবিয়ে একটি অশুভ কাজ।
সমাজ ও রাষ্ট্রের যত অশুভ কাজ আছে সকল অশুভ কাজকে তোমরা প্রতিহত করবে।যত শুভ কাজ শুভ উদ্যোগ তাকে তোমরা সহযোগীতা করবে।সভাশেষে উপস্থিত শিক্ষার্থীদের মাদক পরিহার ও বালবিয়ে প্রতিহত করতে শপথ বাক্য পাঠ করান।