মো. রাসেল ইসলাম: বেনাপোল পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরগণের বরণ এবং প্রশাসক ও মেয়রের দায়িত্বভার হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ আগষ্ট) সকালে বেনাপোল পৌরসভা কতৃক আয়োজিত পৌরসভার হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় একই মঞ্চে পৌরসভার সাবেক প্রশাসক ফারজানা ইসলাম এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন পৌরসভা কতৃপক্ষ।
বেনাপোল পৌরসভার মেয়র নাসির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা আসনের জাতীয় সাংসদ সদস্য শেখ আফিল উদ্দিন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।
Drop your comments: