রংপুর নগরীর ভাঙ্গা মসজিদের গলি এলাকায় জামায়াতে ইসলামী বিক্ষোভ-মিছিল বের করলে লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় মিছিল থেকে আটজনকে আটক করা হয়েছে।
শনিবার(৫ আগস্ট) দুপুরে ওই গলি থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে যোহরের নামাজের ওই গলি থেকে জামায়াত শিবির বিক্ষোভ মিছিল বের করে। এ সময় সদর জামে মসজিদ থেকে আরও একটি জামায়াত শিবিরের মিছিল বের হয়। পরে মিছিল দুটি একসঙ্গে হয়ে সুপার মার্কেট হয়ে পায়রা চত্বরের দিকে যাওয়ার পথে পুলিশ বাধা দেয়। এ সময় লাঠিপেটা শুরু করলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। পরে মিছিল থেকে আটজনকে আটক করে পুলিশ।
রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ-কমিশনার উৎপল কুমার রায় জানান, শনিবার দুপুরে কোনো রকম অনুমতি ছাড়াই জামায়াত-শিবির নগরীতে মিছিল বের করে ও জনমনে আতঙ্ক সৃষ্টি করে। এ সময় মিছিলটি শান্তিপূর্ণভাবে ছত্রভঙ্গ করে দিতে সক্ষম হয়েছি।
তিনি আরও জানান, মিছিল থেকে আটজন জামায়াত-শিবিরের নেতাকর্মী সন্দেহে আটক করা হয়েছে। যাচাই বাছাই করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।