তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের ন্যায় মৌলভীবাজার জেলা যুবলীগের নেতাকর্মীরা জেলার বিভিন্ন স্থানে সংঘবদ্ধভাবে অবস্থান নিয়েছে।
সোমবার (৩১ জুলাই) সকাল থেকেই শহরের সেন্ট্রাল রোড়সহ বিভিন্ন স্থানের মোড়ে মোড়ে অবস্থান করতে দেখা গেছে জেলা যুবলীগের নেতাকর্মীদের।
এর আগে গতকাল এ ‘শান্তি সমাবেশ’ কর্মসূচি স্থগিত করা হয়। এর পরিবর্তে জেলা, মহানগর ও থানায় থানায় বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির কথা জানায় ক্ষমতাসীন দল আওয়ামীলীগ।
জেলা যুবলীগের নেতারা জানিয়েছেন, কেন্দ্রীয় নির্দেশে জেলার প্রতিটি ইউনিট ও ওয়ার্ডের নেতাকর্মীদের সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়াও শহরের বাইরেও নেতকর্মীদের সতর্কবস্তায় আছন বলে জানিয়েছেন জেলার নেতারা।
এ সময় অবস্থান কর্মসুচিতে সংহতি প্রকাশ করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, জেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান।
এছাড়াও অবস্থান কর্মসুচিতে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক রেজাউল রহমান সুমন, সহ-সভাপতি মহি উদ্দিন চৌধুরী ফাহিম, সাংগঠনিক সম্পাদক সুমেশ দাশ যীশু, শেখ রুমেল, গৌছ উদ্দিন নিক্সন, অর্থ সম্পাদক সন্দ্বীপ দাস, প্রচার সম্পাদক হাবিবুর রহমান রাজিব, উপ-দপ্তর সম্পাদক তুষার আহমদ, সহ-সম্পাদক সিতার আহমদ, সদস্য মবশ্বির আহমেদ ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান রনি সহ জেলা যুবলীগ ও ছাত্রলীগ সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।