বাসুদেব বিশ্বাস, বান্দরবান: বান্দরবান শঙ্কর মিশন এর নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি পদে শংকর প্রসাদ দাশ,সাধারণ সম্পাদক পদে আশিষ আইচ এবং অর্থ সম্পাদক পদে শ্যামল মল্লিক নির্বাচিত হয়েছে।
সুত্রে জানা যায়,বান্দরবান শঙ্কর মিশন এর কমিটির মেয়াদ শেষ হওয়ায় গত ২৮ জুলাই (শুক্রবার) সন্ধ্যায় বান্দরবান শ্রী শ্রী কেন্দ্রীয় দুর্গা মন্দিরে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বান্দরবান শঙ্কর মিশন এর সদস্যদের মতামতের ভিত্তিতে সভাপতি পদে শংকর প্রসাদ দাশ,সাধারণ সম্পাদক পদে আশিষ আইচ এবং অর্থ সম্পাদক পদে শ্যামল মল্লিক নির্বাচিত হয়।
বান্দরবান শঙ্কর মিশন এর নবনির্বাচিত সাধারণ সম্পাদক আশিষ আইচ জানান ২০১৭ সালে বান্দরবান শঙ্কর মিশন এর সৃষ্টি হয় এবং আগামী ৩বছরের জন্য নতুন কমিটি কাজ করবে এবং শীঘ্রই ৫১সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ও ৩১সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটির চুড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।