মো. রাসেল ইসলাম: পবিত্র আশুরা উপলক্ষে দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে সব ধরণের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক রয়েছে পাসপোর্ট যাত্রী পারাপার।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সুলতান আহম্মেদ বিপুল বলেন, পবিত্র আশুরা উপলক্ষে সরকারী ছুটি থাকায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে সব ধরণের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। কাল রোববার থেকে এই বন্দর দিয়ে পুণরায় বাণিজ্য কার্যক্রম শুরু হবে।
বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার তানভীর আহমেদ জানান, বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন প্রায় ৪শ থেকে ৫শ ট্রাক পণ্য ভারত থেকে আমদানি হয়। বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয় ১৫ থেকে ২৫০ ট্রাক পণ্য। আমদানি পণ্য থেকে একদিনে সরকারের রাজস্ব আয় হয় ২০ কোটি টাকা।