বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার গজালিয়া গ্রামে ভয় দেখিয়ে অষ্টম শ্রেনীর এক শিক্ষার্থীকে ধর্ষনের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ জুলাই) সকালে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার পুটিখালি ইউনিয়নের গজালিয়া গ্রাম থেকে অভিযুক্ত তাওহিদ হাওলাদারকে (২৩) গ্রেফতার করা হয়েছে। এর আগে এ ঘটনায় ওই ছাত্রীর দিনমজুর বাবা বাদী হয়ে মোরেলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে। গ্রেফতার তাওহিদ গজালিয়া গ্রামের আলামিন হাওলাদার এর ছেলে।
গত ২৬ জুলাই (বুধবার) রাত ১১টার দিকে এ ঘটনা ওই ধর্ষনের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুর রহমান।
পুলিশ জানায়, ওই স্কুল শিক্ষার্থীর মা অসুস্থ্য হলে গত (২৪ জুলাই) সোমবার তার বাবা ও মা ডাক্তার দেখানোর জন্য খুলনাতে যায়। এ সুযোগে গত বুধবার রাত ১১টার দিকে প্রতিবেশি তাওহিদ ওই শিক্ষার্থীর বাড়ীতে ঢুকে তার ফুফাতো ভাইকে হাত-পা বেধে ওই শিক্ষার্থীকে জোর করে ধর্ষন করে। ধর্ষন শেষে ওই শিক্ষার্থীকে (১৪) কে উলঙ্গ করে তার ফুফাতো ভাই এর পাশে দাড় করিয়ে তাওহিদ তার ব্যবহৃত মোবাইল ফোনে ছবি ধারণ করে এবং কাউকে কিছু বললে তাদের এই ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। পরবর্তিতে বাড়ীতে এসে ঘটনা জানতে পেরে ওই ছাত্রীর বাবা মোরেলগঞ্জ থানায় অভিযোগ দায়ের করে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, ওই স্কুল ছাত্রীর বাবার অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার একমাত্র আসামী তাওহিদ হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে। ওই ছাত্রীর ডাক্তারি পরিক্ষার জন্য বাগেরহাট হাসপাতালে প্রেরণ করা হয়েছে।