বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে-এর অঙ্গ সংগঠন সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে সাংবাদিক পেশাজীবী সমাবেশে বন্ধ গণমাধ্যম খুলে দেওয়ার দাবি জানানো হয়েছে।
২৫ জুলাই মঙ্গলবার সিলেট প্রেসক্লাব মিলনায়তনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভায় এ দাবি জানান সাংবাদিক ও রাজনৈতিক নেতারা।
সারাদেশে সাংবাদিক হত্যা, নির্যাতনের বিচার, বন্ধ সকল গণমাধ্যম খুলে দেয়া ও বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে-এর সভাপতি এম,আবদুল্লাহ, মহাসচিব নুরুল আমিন রুকন,সহ -সভাপতি রাশিদুল ইসলামসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
এতে সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী, মহানগর বিএনপি সভাপতি নাসিম হোসাইন, মহানগর জামায়াতের আমীর ফখরুল ইসলাম, ইবনে সিনা হাসপাতালের এইচএমসি চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, বিশিষ্ট পেশাজীবী নেতা ডা: শামীমুর রহমান, শাবিপ্রবির অধ্যাপক আশরাফুল ইসলাম, ড: মুজাম্মেল হক, ডা: শাহনেওয়াজসহ বিভিন্ন স্তরের পেশাজীবী নেতৃবৃন্দ শরীক হয়ে সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে বক্তব্য রাখেন।
সমাবেশে সিলেটের সাংবাদিক নেতৃবৃন্দ
আগামী দিনে আন্দোলন আরও জোরদার করার আহবান জানান।
-বিজ্ঞপ্তি