আজিজুর রহমান দুলালঃ ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ জুলাই) বিকাল ৪টায় উপজেলার গোপালপুর ইউনিয়নের কামারগ্রাম হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে, গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস প্রীতি কনা বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিস আবু বকর সিদ্দিক।
এ সময় আরও উপস্থিত ছিলেন কামারগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান, নওয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিদুল ইসলাম,কুচিয়াগ্রামের প্রধান শিক্ষক রহিমা খানম,এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। খেলা পরিচালনায় ছিলেন সুভাষ কুমার কুন্ডু ও এনামুল হক বিপুল।
বঙ্গবন্ধু গোল্ডকাপ বালক দলের খেলায় কামারগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে কুচিয়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এদিকে, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব বালিকা দলের খেলায় নওয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ট্রাইবেকারে কামারগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।