![InShot_20230716_124429493](https://banglaexpressonline.com/wp-content/uploads/2023/07/InShot_20230716_124429493-scaled.jpg)
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, বর্তমানে সরকার দক্ষ শ্রমিক বিদেশ পাঠানোর পদক্ষেপ নিয়েছে। বিদেশ যেতে আগ্রহীদের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতার সরকারি সনদপত্র দেওয়া হবে। বিদেশে অদক্ষ জনবল পাঠিয়ে কোনো লাভ নেই। অদক্ষ শ্রমিকের চেয়ে একজন দক্ষ শ্রমিক কয়েকগুণ বেশি বেতন পান।
শনিবার বিকেলে কুমিল্লার দাউদকান্দি উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, বিদেশে দক্ষ জনবল পাঠানোর জন্য সরকার সারা দেশের প্রতিটি উপজেলায় একটি করে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করছে। বিদেশ গমনে ইচ্ছুক ব্যক্তি খুব সহজেই কারিগরি প্রশিক্ষণ নিয়ে বিদেশে যেতে পারেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহম্মেদ মনিরুছ সালেহীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কুমিল্লা-১ (মেঘনা-হোমনা) আসনের সংসদ সদস্য মেজর জেনারেল অব. সুবিদ আলী ভূঁইয়া।
৪০ টিটিসি ও একটি আইএমটি স্থাপন প্রকল্প পরিচালক ও যুগ্মসচিব সাইফুল হক চৌধুরী শুভেচ্ছা বক্তব্যে বলেন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটিতে তিন ও ছয় মাস মেয়াদী ছয়টি কোর্সের উপর দক্ষতা প্রশিক্ষণ দেওয়া হবে। ইলেকট্রিক্যাল, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, গার্মেন্টস, সিভিল কনস্ট্রাকশন, আইটি সাপোর্ট টেকনিশিয়ান ও অটোমেকানিক্স এর প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হয়ে দেশ-বিদেশে কর্মসংস্থানে নিয়োজিত হতে পারবেন প্রশিক্ষণার্থীরা। এছাড়াও এখানে তিনদিনের পিডিও প্রশিক্ষণও দেওয়া হবে। মূলত মানব সম্পদ উন্নয়নে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি কুমিল্লা ও পার্শ্ববর্তী জেলায় বিশেষ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (মানব সম্পদ উন্নয়ন) সালমা সুলতানা ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার মংনে থোয়াই মারমা, উপজেলা চেয়ারম্যান মেজর অব. মোহাম্মদ আলী সুমন, কুমিল্লা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর রাশেদুল করিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিনুল হাসান।
কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি নির্মাণে প্রকল্প ব্যয় ৩৬ কোটি ৬৬ লাখ টাকা।