দীর্ঘ ১০ বছর পর প্রথম প্রকাশ্যে সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সর্বশেষ ২০১৩ সালের মার্চ মাসে সংবাদ সম্মেলন করেছিলো দলটি। আগামীকাল শনিবার (১৫ জুলাই) রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলন ডেকে সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়েছে।
সংবাদ মাধ্যমে পাঠানো এক আমন্ত্রণ বার্তায় জামায়াত জানিয়েছে, শনিবার (১৫ জুলাই) দুপুর আড়াইটায় গুলশান-২ এর ৮৪ নং রোডের ৭নং প্লটের সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। এতে সকল সাংবাদিকদের উপস্থিতি কামনা করেছে দলটি।
শনিবার (১৫ জুলাই) সিলেটে বিভাগীয় সমাবেশের প্রস্তুতি নিয়েছে জামায়াত। কিন্তু সিলেট মহানগরী পুলিশ (এসএমপি) ওই সমাবেশের অনুমতি দেয়নি। নাশকতার শঙ্কা থাকায় অনুমতি দেয়া হবে না বলে জানিয়েছেন সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়।
এর আগে শুক্রবার (১৪ জুলাই) সিলেটের সমাবেশস্থল রেজিস্ট্রি মাঠ গিয়ে সেখান থেকে আটক হয়েছেন সাত নেতা-কর্মী।